New visa E-7-4R and its update!

নতুন চালু হওয়া E7-4R ভিসার ব্যাপারে অনেকেই আমাদের কাছে অনেক কিছু জানতে চেয়েছেন।আশা করি নিচের লেখা মনোযোগ সহকারে পড়লে আপনাদের সকল প্রশ্নের উত্তর পাবেন ।

**E7-4R ভিসার আবেদন শুরু : এপ্রিল ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত ।

###E7-4R আবেদন এর যোগ্যতা :

১.E9,H2,E-10,D10,এবং K পয়েন্ট E7-4 ভিসাধারী যে কেউ আবেদন করতে পারবেন। ( কোরিয়াতে অবশ্যই ২ বছরের বেশি অবস্থান করছেন এমন ব্যক্তি)

২. রিলিজে থাকা ব্যক্তি জনসংখ্যা হ্রাসকৃত এলাকায় (৮৯ এরিয়া) ভিসা করতে পারবেন । তবে নতুন যুক্ত হওয়া ১৮ এরিয়া তে ভিসা করতে চাইলে অবশ্যই ওই এরিয়া তে ১বছর কাজ করার যোগ্যতা থাকতে হবে।

৩..টোটাল ৩০০ পয়েন্ট এর মধ্যে অবশ্যই ২০০পয়েন্ট হলে আবেদন করতে পারবেন। (K পয়েন্ট E7-4ভিসার সেম পয়েন্ট টেবিল সিস্টেম কার্যকর।)

###E7-4R এর কোটা প্রসঙ্গ :

**কোনো কোম্পানিতে.১ থেকে ৫জন কোরিয়ান থাকলে: ৩ জন ভিসা করতে পারবে। অর্থাৎ ১জন কোরিয়ান থাকলেই সর্বোচ্চ ৩ জন ভিসা করতে পারবে ।

** ৬থেকে ৫০ জন কোরিয়ান থাকলে: মোট কোরিয়ান এর অর্ধেক সংখ্যক লোক ভিসা করতে পারবে ।

**.৫১থেকে ১০০জন পর্যন্ত থাকলে:

সর্বোচ্চ ৩৫ জন করতে পারবে ।

**১০১ থেকে ১৫০জন থাকলে :৪০ জন করতে পারবে।

**১৫১থেকে তাঁর উর্দ্ধে থাকলে : সর্বোচ্চ ৫০ জন করতে পারবে।

এই ক্ষেত্রে পূর্বের K পয়েন্ট E7-4 ভিসাধারী কোঠা একসাথে এবং F সিরিজের ভিসাধারী এই কোটার বাহিরে। কোরিয়ান যারা কাজ করবে তাঁদের고용보험 এর মেয়াদ ৩মাসের বেশি হতে হবে ।

###সীমাবদ্ধতা :

কোম্পানি পরিবর্তন এবং এরিয়া পরিবর্তন প্রসঙ্গ :

** E7-4R ভিসা পরিবর্তন করে ২বছরের মধ্যে কোম্পানি পরিবর্তন করা যাবে না।

**৩ বছরের পূর্বে এরিয়া পরিবর্তন করা যাবে না।

###E7-4R এ যুক্ত হওয়া বিষয় প্রসঙ্গ :

১.। স্বামী অথবা স্ত্রী কাজ করতে পারবে তবে কোরিয়ান ভাষার লেভেল ২পাস লাগবে ।

২। পরিবার এর সদস্য কোরিয়া তে আমন্ত্রণ এর ক্ষেত্রে ৪জন পর্যন্ত বেতনের পরিমান শিথিল করা হয়েছে।

৫জন হলে মাসিক বেতন :৩৪১১৯৩২ উওন।

৬জন হলে: ৩৮৭১১০৬ উওন।

৭জন হলে: ৪৩১৪৪৪৫উওন,

৮জন হলে: ৪৭৫৭৭৮৪উওন দেখাতে হবে।

৩। ৩ বছর পর F2-R ভিসায় পরিবর্তন করতে পারবেন ।

৪। ভিসা রিনিউ করার ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের লেভেল ২পাশ হতে হবে।

বি. দ্র : নতুন যুক্ত হওয়া ১৮এরিয়া তে E7-4R ভিসা করতে চাইলে ন্যূনতম ১বছর কাজ করে ভিসা পরিবর্তন করা যাবে কিন্তু F2-R ভিসা করা যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top