Good news for EPS workers in South Korea!

F-2R/ E-7-4R

জনসংখ্যা হ্রাসকৃত এলাকায় শ্রমিক সংকট কাটিয়ে উঠার জন্য সরকার ২০২৫ সাল থেকে F-2R এবং E7-4R ভিসানীতি প্রকাশ করছে।

#ভিসার কোঠা ৫১৫৬ জন

#পূর্বে জনসংখ্যা হ্রাস কৃত এরিয়া ছিল ৮৯ টি সেটা পরিবর্তন করে আরো ১৮ টি অঞ্চল যোগ করে মোট ১০৭ টি অঞ্চল জনসংখ্যা হ্রাসকৃত এরিয়া নির্ধারণ করা হয়েছে।

নিচে সেই লিস্ট দেওয়া হয়েছেঃ-

#F2-R এর আবেদন এর যোগ্যতা

১. D-3, D-4, E-6-2, E-8, E-9, E-10, G-1, H-1 এই ভিসা ব্যাতিত সকল ভিসাধারী

2.কোরিয়া তে এসোসিএট ডিগ্রী অথবা বিগত বছরের মাথাপিছু GNI ৭০%বা তার বেশি

৩.কোরিয়ান ভাষার লেভেল ৪ বা তার বেশি

২বছর পর বর্তমান হ্রাসকৃত এরিয়া থেকে একই মেট্রোপলিটন সরকার এর অন্য হ্রাস কৃত এরিয়া তে যেতে পারবেন।

কর্মক্ষেত্রের প্রকারভেদের কোনো সীমাবদ্ধতা নেই যেকোনো ধরণের কর্মক্ষেত্রে কাজ করা যাবে

# E7-4-R এর আবেদন এর শর্ত

1.E-9, E-10,, H-2 ভিসা ধারী কোরিয়া তে ২বছরের বেশি সময় কোরিয়া তে অবস্থান করি

2.যারা রিলিজ এ আছেন তারা ও ঐসব এলাকায় কাজ খুঁজে E7-4-Rকরতে পারবেন

3.বিগত ২বছরের গড় বেতন ২কোটি ৬০লক্ষ বা তার বেশি

4.পয়েন্ট টেবিল পূর্বের E৭ কার্যকর হবে

৫.কোরিয়ান ভাষার লেভেল ২ বা তাঁর বেশি

#২বছর পর কোম্পানি পরিবর্তন করে একই মেট্রোপোলিটন সরকার এর অন্য হ্রাস কৃত এরিয়া তে যাওয়া যাবে

কর্ম ক্ষেত্র 뿌리산업체,농림축산업체,일반 제조업체,건설업체, এবং 내항정기여객 운송사업체

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top